রাষ্ট্রায়ত্ব ২৫টি পাটকল বন্ধকালীন সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে আন্দোলনের কর্মসুচি ঘোষণা করেছে পাটকল রা শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যপরিষদ। আজ শনিবার দুপুর ১২টায় খুলনা প্রেসকাবে সংবাদ সম্মেলনে এ কর্মসুচি ঘোষণা করেছে সংগঠনটি। ঐক্যপরিষদের পে লিখিত বক্তব্য পাঠ করেন রুহুল আমিন। কর্মসুচির মধ্যে রয়েছে- আগামী ২ অক্টোবর বিকেলে ক্রিসেন্ট গেট চত্বরে, বিআইডিসি রোডে শ্রমিক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
লিখিত বক্তব্যে বলা হয়েছে, গত ২ জুলাই মহামারী করোনার মধ্যে এক নোটিশে দেশের ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে ৫৭ হাজার ১৯১জন শ্রমিককে বেকার করে দেয়া হল। যা সম্পূর্ণ শ্রমিকদের স্বার্থ পরিপন্থী। বন্ধের সময় সরকার পাটকলগুলো আধুনিকায়ন করে অতিদ্রুত তথা তিন মাসের মধ্যে চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল। একই সাথে শ্রমিকদের সকল বকেয়া পাওনা এককালীন পরিশোধের ঘোষনা দেয়া হয়। পাটকল বন্ধের সময়ে ঘোষনা দেয়া হয়েছিল- পরবর্তী তিনদিনের মধ্যে প্রত্যেক শ্রমিকের হিসাব মিলগেটে টানিয়ে দেয়া হবে। তিন মাসেও সেই হিসেবের নোটিশ টানাতে পারেনি। কতিপয় শ্রমিক পাওনা পেলেও হিসেবে রয়েছে গরমিল। এছাড়া অস্থায়ী শ্রমিকদের কেনো বকেয়া অর্থ দেয়া হবে?
রাষ্ট্রীয় জুটমিলগুলো ব্যবসায়ীদের হাতে সোর্পদ না করে অবিলম্বে সরকারি উদ্যোগে চালু করে আধুনিকায়নের দাবি জানিয়ে তারা আরও বলেছেন, শ্রমিকদের সকল বকেয়া পাওনা সঠিক হিসেবেরভিত্তিতে এককালীন পরিশোধ করতে হবে। অতিবিলম্বে ২৫টি পাটকল চালুর দাবিতে আগামী ২ অক্টোবর বিকেল ৪টায় ক্রিসেন্ট গেট চত্বরে, বিআইডিসি রোডে শ্রমিক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ থেকে পরবর্তী কর্মসুচি ঘোষনা করবে পাটকল রা শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যপরিষদ।
খুলনা গেজেট/এআইএন