পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ খুলনা’র মতবিনিময়কালে বক্তারা বলেছেন, রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধের সিদ্ধান্ত মানবাধিকার ও সংবিধান পরিপন্থী। করোনা মহামারীকালে শ্রমিকরা কর্মহারা হচ্ছে, প্রবাসী শ্রমিকরা দেশে ফেরত আসছে। এটা দেশের জন্য অশনি সংকেত। এসময়ে রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধ করে শ্রমিক ছাঁটাই করার সিদ্ধান্ত এ সংকটকে আরও বৃদ্ধি করবে। এছাড়া পাটপণ্যের অভ্যন্তরীণ বাজার সৃষ্টির জন্য ‘মেন্ডেটরি প্যাকেজিং এ্যাক্ট’ কঠোরভাবে বাস্তবায়ন করা দরকার। রাষ্ট্রায়ত্ব পাটকলসমূহকে পিপিপি বা ব্যক্তিমালিকানায় দেয়া সমাধান নয়। বরঞ্চ শ্রমিকদের ব্যবস্থাপনায় যুক্ত করে শ্রমিক-রাষ্ট্র যৌথ উদ্যোগে এসব পাটকল পরিচালনা করতে হবে। মঙ্গলবার (১১ আগস্ট) খুলনা প্রেস ক্লাবে ‘পাটশিল্পের বর্তমান প্রেক্ষিত এবং নাগরিক ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। রাষ্ট্রায়ত্ব পাটকল অবিলম্বে চালু ও আধুনিকায়নের দাবি জোরালো হচ্ছে বলে জানান তারা।
পরিষদের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এ্যাড. আ ফ ম মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা সঞ্চালনা করেন পরিষদের আহ্বায়ক এ্যাড. কুদরত-ই খুদা। প্রবন্ধ উপস্থাপন করেন পরিষদের সদস্য সচিব এসএ রশীদ।
মতবিনিময় সভায় আলোচনা করেন জাতীয় সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য এ্যাড. এনায়েত আলী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিম উদ্দিন ও অধ্যাপক শেখ সাদী ভূঁইয়া, প্রবীণ আইনজীবী মঞ্জুরুল আলম, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মনোজ দাশ, নাগরিক নেতা শরীফ শফিকুল হামিদ চন্দন, এ্যাড. জাকির হোসেন, জেষ্ঠ্য সাংবাদিক কাজী মোতাহার হোসেন বাবু, অর্থনীতি সমিতির প্রভাষক মোঃ জাহাঙ্গীর আলম, খুলনা অর্থনীতি সমিতির সম্পাদক শেখ মোঃ সেলিম, নারী নেত্রী রসু আক্তার, পরিবর্তন খুলনা’র সভাপতি অজন্তা দাশ, অধ্যাপক সুকুমার ঘোষ, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এইচএম শাহাদাৎ, জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোজাম্মেল হক খান, বাংলাদেশ ইউনিয়ন ফেডারেশনের সভাপতি এম হুমায়ুন কবির, শ্রমিক-ছাত্র-জনতা ঐক্যের রুহুল আমিন, কাজী দেলোয়ার হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের আব্দুল করিম, ক্ষুধামুক্ত আন্দোলনের অধ্যাপক আহসান হাবিব, নাগরিক নেতা কবি সৈয়দ আলী হাকিম, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির যুগ্ম-মহাসচিব আফজাল হোসেন রাজু, খালিশপুর দোকান মালিক সমিতি’র সাধারণ সম্পাদক ডাঃ মোসাদ্দেক হোসেন বাবলু, নারী নেত্রী জেসমিন জামান, সুতপা বেদজ্ঞ, কোহিনুর আক্তার কণা, পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের যুগ্ম-আহ্বায়ক জনার্দন দত্ত নাণ্টু, আনিসুর রহমান মিঠু, এড. মোঃ বাবুল হাওলাদার।
আরও উপস্থিত ছিলেন মুনীর চৌধুরী সোহেল, মনিরুল হক বাচ্চু, আল-আমিন শেখ, মাহিলা আক্তার আনিকা, শেখ বরিউল ইসলাম, নাসির উদ্দিন সরদার, গাজী নওশের আলী, নূরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আলগীর কবির, জসিম গাজী, মোশাররফ হোসেন, অলিয়ার রহমান, এখলাস মোল্যা, কামরুজ্জামান বিশ্বাস, সামসাদ আলাম সামশের, এমএ কাশেম, সাংবাদিক ওয়াহেদ উজ-জামান, বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা সম্পাদক প্রভাষক জয়ন্ত মুখার্জী, আজিজুল খান আরমান, শ্রাবণী আফরিন, নাহিমা আক্তার, মোঃ সমশের আলম, আগুয়ান-৭১ এর মোঃ আব্দুল্লাহ চৌধুরী ও রাষ্ট্র চিন্তার আবিদ রহমান প্রমুখ। আগামী ১৬ আগস্ট বিকেল ৩টায় পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ খুলনার উদ্যোগে পদযাত্রার কর্মসূচি রয়েছে।
খুলনা গেজেট/এআইএন