খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  নিখোঁজের ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার
  ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দেওয়া ট্রাকচালক আটক
  সচিবালয়ের আগুন সোয়া ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে সারাদেশে ছাত্রদের গণজমায়েত আজ

গেজেট ডেস্ক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ মঙ্গলবার (২২ অক্টোবর) গণজমায়েত কর্মসূচি করবে। ঢাকায় বেলা সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। খুলনার কর্মসূচি পালন হবে নগরীর শিববাড়ি মোড়ে।

এর আগে,রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে রাজশাহী, কিশোরগঞ্জ, ঢাবি ও জাবিতে গতকাল সোমবার (২১ অক্টোবর) বিক্ষোভ মিছিল হয়েছে। রাজশাহী ও কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই মিছিল বের করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘গণ–অভ্যুত্থান রক্ষা আন্দোলনের’ ব্যানারে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে মশালমিছিল করা হয়

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মশালমিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবি জানান।

এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। ‘আমার ভাই কবরে, খুনি কেন ভারতে’, ‘এই ক্যাম্পাসে হবে না, ছাত্রলীগের ঠিকানা’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘এক হয়েছে সারা দেশ, ছাত্রলীগের দিন শেষ’, ছাত্রলীগকে নিষিদ্ধ, করতে হবে’, ‘এক দুই তিন চার, ছাত্রলীগ ক্যাম্পাস ছাড়’, ‘স্বৈরাচারের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’, ‘মুজিববাদ নিপাত যাক, ইনকিলাব জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেছেন, যারা স্বৈরাচারের দোসর এবং স্বৈরাচারকে ফিরিয়ে আনার জন্য নানা চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছেন, তাদের বিরুদ্ধেই আজকের এই মশাল মিছিল। জুলাই-আগস্ট গণহত্যায় যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল সেসব ছাত্রলীগ-যুবলীগ কিংবা আওয়ামী লীগের অঙ্গসংগঠন যেগুলো রয়েছে তারা যেনো কোনোভাবেই বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে না পারে সেই দাবি তারা জানান।

এদিকে, রাজশাহীতে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে সোমবার বিকাল ৪টায় সাহেববাজার জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সড়ক ঘুরে সাহেববাজার বড় মসজিদের সামনে এসে সমাবেশ করে। সেখানে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার ও রাজশাহী কলেজের শিক্ষার্থী আবদুর রহিম।

এছাড়া কিশোরগঞ্জ শহরের পুরান থানা থেকে রাষ্ট্রপতির পদত্যাগ চেয়ে সন্ধ্যা ৭টার দিকে মশালমিছিল বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জের সমন্বয়ক অভি চৌধুরী ও ইকরাম হোসেন।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!