প্রযুক্তি জায়ান্ট ‘অ্যাপল’ রাশিয়ায় তাদের সকল ধরনের পণ্য বিক্রি বন্ধ ঘোষণা করেছে। মঙ্গলবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে ইউক্রেনে রুশ সেনাবাহিনীর আক্রমণের ফলে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, রাশিয়ার আক্রমণ নিয়ে আমরা উদ্বিগ্ন। ইউক্রেনে সহিংসতার শিকার সকলের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বিবৃতিতে আরও বলা হয়, আমরা সেখানে (ইউক্রেনে) মানবিক প্রচেষ্টা, শরণার্থীদের সহায়তাসহ যা যা করা সম্ভব সেগুলো করছি।
ইউক্রেনে হামলার প্রতিবাদে প্রতিষ্ঠানটি রাশিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। সেগুলোর মধ্যে রাশিয়ায় সকল ধরনের পণ্য বিক্রি বন্ধ ঘোষণা, অ্যাপল স্টোর থেকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম, আরটি এবং স্পুটনিকের ডাউনলোড সেবা বাতিল। অর্থাৎ রাশিয়ার বাইরে অ্যাপলের কোনো ডিভাইসে রাশিয়ার সংবাদমাধ্যমগুলো ডাউনলোড করা যাবে না।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মঙ্গলবার পর্যন্ত রাশিয়ায় অ্যাপলের অনলাইন স্টোর সচল ছিল। কিন্তু আইফোন কেনার ক্ষেত্রে লেখা আসছিল— সরবরাহযোগ্য নয়।