রাশিয়ার বিরুদ্ধে প্রত্যাশিত মাত্রার চেয়ে ধীরগতিতে ইউক্রেন পাল্টা হামলা চালাচ্ছে জানিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘কিছু মানুষ মনে করে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা হলিউডের চলচ্চিত্র এবং এখনই ফল চায়। বাস্তবে সেটি অসম্ভব।’
বুধবার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি এসব কথা বলেন।
তিনি বলেন, হামলার বিষয়টি হলিউডের কোনো চলচ্চিত্র নয়।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, কিয়েভের অভিযানে ‘ঝিমিয়ে পড়া’ দেখেছে মস্কো।
বিবিসিকে জেলেনস্কি বলেন, বিশাল জায়গায় রাশিয়ার সেনাদের পুঁতে রাখা মাইনের কারণে ইউক্রেনের সেনাদের গতি শ্লথ হয়ে গেছে।
তিনি বলেন, ইউক্রেনের যুদ্ধ চলা দুই হাজার বর্গকিলোমিটারের মতো জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে আছে রাশিয়ার ল্যান্ড মাইন।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘গতি বাড়াতে চাপ দেওয়া হবে না সেনাদের।’
তিনি বলেন, বিভিন্ন পক্ষ যাই চাক না কেন, যুদ্ধক্ষেত্রে নিজেদের বিবেচনায় সর্বোত্তম পন্থায় এগোবে ইউক্রেন।
খুলনা গেজেট/এনএম