রামপাল থানায় ২০ জন বিএনপি নেকাকর্মী নামসহ অজ্ঞাতনামা আরও ৩০/৪০ জনের নামে বিশেষ ক্ষমতা আইন ও বিষ্ফোক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ৬ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে রামপাল থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩ টি ককটেল, ১টি বিষ্ফোরিত ককটেলের অংশ, ১টি ছোরা, ১৫টি বাঁশের লাঠি, ১০টি লোহার রড, ২টি লোহার রাম দা ও ৫ জোড়া স্যান্ডেল উদ্ধার দেখিয়েছে পুলিশ।আটককৃতরা হলেন- রামপাল উপজেলার বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ফিরোজ কবির, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, উপজেলা যুব দলের সাবেক সেক্রেটারী শেখ ওলিয়ার রহমান, বিএনপি নেতা জিন্নাহ হোসেন, শেখ আজাহার হোসেন (টুকু) ও দেলোয়ার হোসেন মোল্লা। আটককৃতদের বাড়ি উপজেলার বিভিন্ন গ্রামে।
এজাহারনামী অপর আসামীরা হলেন উপজেলার বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কাজি জাহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায় মোঃ ওজিয়ার রহমান, সদস্য সচিব মাজহারুল ইসলাম ইয়ামিন, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্নআহবায়ক মাসুদুররহমান পিয়াল সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, উপজেলা ছাত্র দলের আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম সোভন সদস্য সচিব রবিউল ইসলাম রবি,গৌরম্ভা বিএনপির মাষ্টার মুজিবর জোয়াদ্দার,আমিরুল কুটি সহ প্রমূখ।
এ বিষয়ে রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন এর দৃষ্টি আকার্ষন করা হলে তিনি জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক আইনের ৪/৫/৬ ধারায় একটি মামলা রজু করা হয়েছে। যার নাম্বার ০৫। আটককৃত আসামীদের কাছ থেকে ককটেলসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
খুলনা গেজেট/ বিএমএস