খুলনা, বাংলাদেশ | ১০ পৌষ, ১৪৩১ | ২৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ

রামপালে চোখ রাঙ্গাচ্ছে ডেংগু, সচেতন হওয়ার পরামর্শ

রামপাল প্রতিনিধি

হটাৎ করে রামপালে চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গু মশা। গত ৬ দিনে উপজেলা হাসপাতালে ৮ জন্য রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছর মোট ভর্তি রোগীর সংখ্যা মোট ৪৬ জন। গত বছর এই সময়ে রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলেন মাত্র ৪ জন। এবার সে সংখ্যা ছাড়িয়ে গেছে।

চিকিৎসকগণ বলছেন, সচেতন না হলে ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বাড়বে। এমনকি জীবন সংশয়ও দেখা দিতে পারে। ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরী। এজন্যে বাড়ির আসপাশের ডোবা-নালা পরিস্কার, কোন জায়গায় ৩ দিনের বেশী বৃষ্টির পানি যাতে আটকে না থাকে তার ব্যবস্থা করা। কোথাও ডেঙ্গুর আবাসস্থল থাকলে সেটি ধ্বংস করা। কারো শরীরে ডেঙ্গুর লক্ষ্মণ দেখা গেলে দ্রুত হাসপাতালে নিতে হবে।

এ বিষয়ে কথা হয় রামপাল উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল এর সাথে। তিনি জানান, হটাৎ করে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে গেছে। গত ৬ দিনে মোট চিকিৎসা নিয়েছিলেন ৩৮ জন। ৬ দিনের ব্যবধানে আরও ৮ জন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরের জুন ও জুলাইয়ের এই মাঝামাঝি সময়ের মধ্যে এতে রোগী ভর্তি হয়েছেন।

এর মধ্যে বয়স্ক রোগীরাই ভর্তি হয়েছেন। তিনি মানুষকে সচেতন করতে মাইকিং, লিফলেট বিতরণ ও মসজিদের ইমামগনের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করার জন্য পরামর্শ দিয়েছেন। কারণ সচেতন না হলে এবং ডেঙ্গু আক্রান্ত রোগীর শরীরে অন্য কোন জটিলতা থাকলে জীবন সংশয় হতে পারে।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!