বাগেরহাটের রামপালের ১০ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়ন জমাদানের শেষ দিনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১০ জন ও বিদ্রোহীসহ অন্যান্য রাজনৈতিক দলের মোট ৩৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। সাধারণ সদস্য পদে ৪২৫ জন্য ও সংরক্ষিত মহিলা আসনে ১১৮ জন মনোনয়ন জমা দিয়েছেন বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
চেয়ারম্যান পদে ১নং গৌরম্ভায় নৌকা প্রতীক নিয়ে লড়ছেন মো. রাজীব সরদার, বিদ্রোহী প্রার্থী গিয়াস উদ্দিন গাজী, স্বতন্ত্র মো. জালাল উদ্দীন ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মো. সুরুজ শেখ। ২ নং উজলকুড় ইউনিয়নে নৌকা প্রতীকে মুন্সি বোরহান উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান মিন্টু, স্বতন্ত্র প্রার্থী মল্লিক আজাদুল হক আজাদ, স্বতন্ত্র প্রার্থী মো. মাহাতাব মোড়ল, বিদ্রোহী প্রার্থী কাজী আসাফুর জামান, স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম আকুন্জী, স্বতন্ত্র প্রার্থী শেখ ফরহাদ হোসেন ও আ. সালাম হাওলাদার। ৩ নং বাইনতলা ইউনিয়নে নৌকার প্রার্থী মো. আব্দুল্লাহ ফকির, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মো. মেহেদী হাসান, স্বতন্ত্র প্রার্থী গাজী আরাফাত আলম, স্বতন্ত্র প্রার্থী হাওলাদার খলিলুর রহমান, বিদ্রোহী প্রার্থী সরদার মুজিবর রহমান ও বিদ্রোহী প্রার্থী খান তায়েব আলী। ৪নং রামপাল সদর ইউনিয়নে নৌকার প্রার্থী মো. নাসির উদ্দীন হাওলাদার, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আ. মজিদ মোল্লা ও বিদ্রোহী প্রার্থী মো. বজলুল রহমান।
৫ নং রাজনগর ইউনিয়নে নৌকার প্রার্থী সরদার আ. হান্নান ডাবলু, স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুর রহমান হাওলাদার। ৬ নং হুড়কা ইউনিয়ন নৌকার প্রার্থী তপন কুমার গোলদার, স্বতন্ত্র প্রার্থী পার্থ প্রতিম বিশ্বাস, বিদ্রোহী প্রার্থী বিচিত্র বীর্য পাড়ে ও স্বতন্ত্র প্রার্থী নিত্যানন্দ কুমার বিশ্বাস। ৭ নং পেড়িখালী ইউনিয়ন নৌকার প্রার্থী মো. রফিকুল ইসলাম বাবুল ও ইসলামী শাসতন্ত্র আন্দোলনের আ. সবুর মাঝি। ৮ নং ভোজপাতিয়া ইউনিয়নের নৌকার প্রার্থী তরফদার মাহাফুজুল হক টুকু ও বিদ্রোহী প্রার্থী এস এম মাইদুল ইসলাম মুন। ৯নং মল্লিকেরবেড় ইউনিয়ন নৌকার প্রার্থী মো. সাবির আহমেদ তালুকদার, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনর প্রার্থী মামুন শেখ ও স্বতন্ত্র প্রার্থী মো. টুকুর হাওলাদার। ১০ নং বাঁশতলী ইউনিয়ন পরিষদের নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেল, বিদ্রোহী প্রার্থী হাওলাদার আবু তালেব ও বিদ্রোহী প্রার্থী কুদরতি ইনামুল বাশার বাচ্চু।
এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার মো. জাকারিয়া প্রার্থীদের মনোনয়ন জমা দানের বিষয়টি নিশ্চিত করেন।
খুলনা গেজেট/এনএম