বাগেরহাটের রামপালে আগুনে পুড়েছে গীর্জাসহ ৬টি ঘর। বুধবার দিবাগত রাত পৌনে ২ টার দিকে এ ঘটনা ঘটে। রাতেই মাইকিং করলে স্থানীয় জনগণ হাজির হয়ে এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে।
গিলাতলা বাজার কমিটির সাধারণত সম্পাদক শেখ আসাবুর রহমান রতন জানান, আমার কাছে ফোন আসা মাত্রই আমি ফায়ার সার্ভিসকে অবগত করি ও দ্রুত ঘটনা স্থলে গিয়ে জনগণের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করি। আগুন লাগার ৪৫মিনিট পর ফায়ার সার্ভিসের টিম ও রামপাল থানা পুলিশ আসে এক ঘণ্টা ২০ মিনিট পর তারা আগুন নেভাবে সক্ষম হন।
এ ব্যাপারে বাগেরহাট ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরিফ আমির বলেন, আমরা ফোন পাওয়া মাত্রই বাগেরহাট থেকে রওনা হয়ে ঘটনাস্থলে যায়। সড়ক খারাপ হওয়ায় আসতে একটু দেরি হয়। এক ঘন্টা ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারনা করা হচ্ছে শট সার্কিট এর মাধ্যমে আগুন লাগতে পারে। এস আই সঞ্জয় বিশ্বাস জানান, আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসি।
আগুনে ক্ষতিগ্রস্থরা হলেন, মিন্টু বিশ্বাস , নাইম বিশ্বাস, রুবেল বিশ্বাস, লুইস বিশ্বাস, জর্জ বিশ্বাস, রঞ্জন বিশ্বাস, ছাইলাম বিশ্বাস। তারা বলেন আমরা সব কিছুই হারিয়েছি। পরিবার নিয়ে কি খাবো বা কি পরবো আমরা জানি না। আগুনা আমরা সবই হারালাম।
রামপাল উপজেলার চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম সকালেই হাজির হন চাল, ডাল, তেল সাথে শুকনা খাবার এবং শীত বস্ত্র নিয়ে এবং ক্ষতি পূরনের কথা বলেন,সাথে ছিলেন UNO, PlO, স্থানীয় চেয়ারম্যান, ইউনিয়ন আ’লীগ সভাপতি, সাধানণ সম্পাদক, ইউপি সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ প্রমূখ।
খুলনা গেজেট / এমএম