বাগেরহাটের রামপালে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপ-মন্ত্রী হাবিবুন নাহার আর্থিক সহায়তা, পানির ট্যাংক ও পুষ্টি খাদ্য প্রদান ও নিজ তহবিল থেকে অসহায়দের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন।
বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে উপজেলার ডাকবাংলো চত্বরে তিনি নগদ টাকা ও এসব সামগ্রী বিতরণ করেন। উপ-মন্ত্রী হাবিবুন নাহার তার সেচ্ছাধীন তহবিল থেকে ৩০ জন দরিদ্র ব্যক্তিকে ৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা প্রদান করেন।
এ সময় তিনি উপজেলার মল্লিকেরবেড়, ভোজপাতিয়া, পেড়িখালী ও হুড়কা ইউনিয়নে নিরাপদ পানি সংরক্ষণের জন্য ২৬ টি করে মোট ১০৪ টি পরিবারের মাঝে পানির ট্যাংক প্রদান করেন। এছাড়াও জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে একই সময়ে ১৩০ জন শিক্ষার্থীর মাঝে পুষ্টি খাদ্য প্রদান করেন। এরপর তার নিজ তহবিল থেকে দুস্তদের মাঝে ঈদ উপলক্ষে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন। উপজেলা সদর, পেড়িখালী, হুড়কা, রাজনগর, গৌরম্ভা ইউনিয়নে গিয়ে এলাকার মানুষের সাথে কুশল বিনিময় ও এসব সামগ্রী বিতরণ করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন, এসিল্যান্ড শেখ সালাউদ্দিন দিপু, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুর রহমান, রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন, পিআইও মো. মতিউর রহমান, জনসাস্থ্য প্রকৌশলী মো. ইমরান হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্লা আ. রউফ, ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, সাবেক ইউপি চেয়ারম্যান জামিল হাসান জামু, শেখ বজলুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্স, প্রভাষক মোস্তফা কামাল পলাশ, ছাত্র লীগের সভাপতি মো. হাফিজুর রহমান প্রমুখ।