ফিলিস্তিনের মিশর সংলগ্ন রাফাহ সীমান্তের গেট খুলে দেওয়া হয়েছে। গাজার উদ্দেশে প্রবেশ করতে শুরু করেছে ত্রাণ সহায়তা বহনকারী ট্রাক।
শনিবার সকালে রাফাহ সীমান্তের ক্রসিংয়ের দিকে যেতে দেখা গেছে কিছু ট্রাক। ট্রাকগুলো মিশর অংশের দিক থেকে গেটের দিকে প্রবেশ করতে শুরু করেছে। খবর-বিবিসি
তবে কতটি ট্রাক যাচ্ছে তা এখনও জানা যায়নি। হামাস-ইসরায়েল সংঘাতে হাজার বাস্তুহারা লোকজনকে মানবিক সহায়তা দেওয়ার জন্য ট্রাকগুলো সারিবদ্ধভাবে রাফাহ সীমান্তের মিশর অংশে প্রস্তুত ছিল।
ইসরায়েল মিশর থেকে রাফাহ সীমান্তের দক্ষিণ গেট দিয়ে গাজায় খাদ্য, পানি ও ওষুধ বহনকারী ২০টি ট্রাক প্রবেশে সম্মত হয়েছে। তবে এসব ট্রাকে কোনো জ্বালানি নেই।
খুলনা গেজেট/এনএম