খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

রান পাহাড় টপকানো হলো না নিউজল্যান্ডের, ফাইনালে ভারত

ক্রীড়া ডেস্ক

মুম্বাইয়ে ওয়াংখেড়েতে আজকের ম্যাচটি ছিল ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালের পুনরাবৃত্তি। তবে মিল শুধু এতটুকুই। চলমান আসরে উড়তে থাকা ভারতের সামনে অসহায় আত্মসমর্পন করেছে নিউজিল্যান্ডের বোলাররা। প্রতিযোগিতায় সেমিফাইনালে সর্বোচ্চ রান সংগ্রহের নতুন ইতিহাস গড়ছে ভারত। প্রথমে ব্যাট করে বিরাট কোহলির রেকর্ড শতক ও শ্রেয়াস আইয়ারের দুর্দান্ত শতকে রানের পাহাড়ে বসে মেন ইন ব্লুরা। রেকর্ড রান তাড়ায় একসময় লড়াইয়ের আভাস দিলেও মোহাম্মদ শামির বোলিং তোপে কিউইদের হারিয়ে দুই আসর পর ফাইনাল নিশ্চিত করল বিরাট কোহলি-রোহিত শর্মারা।

বিশ্বকাপ আয়োজকরা নিউজল্যান্ডকে ৩৯৮ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল। শেষ পর্যন্ত লড়াই করে পাহাড় টপকানো হলো না হলেও  মিচারের সেঞ্চুরিতে ৩৭০ রানের পথ পাড়ি দেয় দলটি। ফলে ৭০ রানে জয় নিয়ে ফাইনালের মঞ্চ চূড়ান্ত করে স্বাগতিকরা।

এর আগে বুধবার (১৫ নভেম্বর) ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে পাহাড়সম ৩৯৭ রান সংগ্রহ করেছে ভারত। বিরাট কোহলি ১১৭ এবং শ্রেয়াস আইয়ার ১০৫ রানের ইনিংস খেলেন।

মুম্বাইয়ে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। ইনিংসের শুরু থেকেই নিউজিল্যান্ডের বোলারদের ওপর চড়াও হন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। নবম ওভারে ৪টি চার ও ছক্কায় ২৯ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন ভারত অধিনায়ক। বিরাট কোহলির সঙ্গে দারুণ ব্যাটিং করতে ছিলেন আরেক ওপেনার গিল। কিন্তু হাফ সেঞ্চুরি পূরণের পর অসুস্থ্য হয়ে মাঠ ছাড়েন ওয়ানডের এক নম্বর ব্যাটার। মাঠ ছাড়ার আগে ৬৫ বলে ৭৯ রানের ক্যামিও উপহার দেন গিল।

১৬৪ রানে গিল মাঠ ছাড়লে ক্রিজে আসেন শ্রেয়াস আইয়ার। দ্বিতীয় উইকেটে ১৬৪ রানের জুটি গড়েন আইয়ার-কোহলি। ৪৪তম ওভারে ক্যারিয়ারের ৫০তম ওয়ানডে শতক তুলে ১১৭ রানে আউট হন কোহলি। এদিন তিনি শচীন টেন্ডুলকারকে টপকে সর্বোচ্চ শতক হাঁকানোর রেকর্ড গড়েন। নেদারল্যান্ডসের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও ঝোড়ে সেঞ্চুরির দেখা পান আইয়ার। মাত্র ৬৭ বলে ৩টি চার ও ৮টি ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌচ্ছান ডানহাতি এই ব্যাটার। ১০৫ রানের টর্নেডো ইনিংস খেলে সাজঘরে ফেরেন আইয়ার।

শেষ পর্যন্ত লোকেশ রাহুলের ২০ বলে ৩৯ ও পুনরায় মাঠে নাম গিলের ৮০ রানের অপরাজিত ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৩৯৭ রানে থামে ভারত। টিম সাউদি ১০ ওভারে ১০০ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেন।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!