খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনা, বরিশালে আজ বৃষ্টি হতে পারে

রাতে দেশে ফিরছেন সাকিব, বোর্ডের সঙ্গে আলোচনায় বসবেন

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ সময় রাত ৯ টা ৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে সাকিবের। ৬ মার্চ দুবাইয়ের উদ্দেশে দেশত্যাগ করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। পরে নিশ্চিত হওয়া গেছে একটি মুঠোফোন কোম্পানির বিজ্ঞাপনী কাজে দুবাই গিয়েছেন তিনি।

সাকিবের দেশে ফেরার কথাটি বুধবার (৯ মার্চ) জানান জালাল ইউনুস। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, (বৃহস্পতিবার) দেশে ফিরবে ও (সাকিব)। ছুটি বাদে পরের পরিকল্পনা কী সেগুলো জানাতেই ও আমাদের সঙ্গে বসবে।

ওই সংবাদ সম্মেলনেই সাকিবের ছুটি মঞ্জুর হওয়ার কথা জানিয়েছিলেন জালাল ইউনুস। তাকে এ বছরের ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সম্পর্কে জালাল বলেন, ‘৩০ এপ্রিল পর্যন্ত আমরা তাকে (সাকিব) সব ধরনের ক্রিকেট থেকে রেস্ট নেওয়ার জন্য অনুমতি দিয়েছি।’

সাকিব বিশ্রাম চাইলে এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ক্ষেপে যান। প্রিয় শিষ্যের এমন আচরণে চটেন বিসিবির টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও। তিনি বলেছিলেন, বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে এমনটা করতে পারেন না কোনো খেলোয়াড়ই। তাই খেলতে না চাইলে অবসর নাও।

সুজন মনে করেন, দেশের হয়ে খেলার চাইতে আনন্দের আর কিছু হতে পারে না। আর তাই খেলা নিয়ে ক্রিকেটারদের অনীহা অবাক করেছে তাকে। তিনি বলেন, বাংলাদেশের সিনিয়র ক্রিকেটার সাকিব, তামিম ও মুশফিকরা ক্রিকেটের পাইপলাইন ধরেই আজ বড় ক্রিকেটার হয়েছেন। তাদের পেছনে অনেক বিনিয়োগ বোর্ডের। আর তাই দলের যখন প্রয়োজন তখন তো তাদের পাওয়ার কথা। এটা তো কারও ব্যক্তিগত দল না যে যখন মন চাইবে খেলবে, আবার মন চাইলে খেলবে না।

 

খুলনা গেজেট/এএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!