খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরে কারখানায় আগুন : নিহতের সংখ্যা বেড়ে ২
  হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অনিয়ম তদন্তে রাষ্ট্রপতির অনুমোদন
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫

রাত পোহালেই ভোট, কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

নিজস্ব প্রতিবরদক, বাগেরহাট

বাগেরহাটের ৩ উপজেলায় রাত পোহালেই রবিবার (৯ জুন) সকাল ৮টা থেকে ভোট শুরু হবে। নিরবিচ্ছিন্নভাবে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইতোমধ্যে মোরেলগঞ্জ, শরণখোলা ও মোংলা উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

শনিবার দুপুর থেকে সহকারি রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে বিভিন্ন কেন্দ্রে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জমাদি পাঠানো শুরু হয়েছে। দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও আনসার সদস্যরা সরঞ্জাম নিয়ে কেন্দ্রে কেন্দ্র যাচ্ছেন। ব্যালট পেপার যাবে ভোটের দিন রবিবার সকালে।

খুলনার অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মাহফুজুর রহমানের তথ্য অণুযায়ী, এবারের নির্বাচনে ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে ৮জন, ভাইস চেয়ারম্যান পদে ১৪ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।

এর মধ্যে বাগেরহাটের মোংলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন। মোরেলগঞ্জে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন। শরণখোলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী রয়েছেন।

তিনটি উপজেলায় ১৯৩ টি কেন্দ্রে ৪ লাখ ৭৮ হাজার ৬২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে মোংলায় একটি পৌরসভা ও ৬টি ইউনিয়নে ৪৮টি ভোট কেন্দ্রে ১ লাখ ২০ হাজার ৪৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

মোরেলগঞ্জে একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে ১১১টি কেন্দ্রে ২ লাখ৫৭ হাজার ৪১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

শরণখোলায় ৪টি ইউনিয়নে ৩৪টি ভোট কেন্দ্র, ১ লাখ ৭৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এসব উপজেলার সব কেন্দ্রে ব্যালট পেপার ভোটের দিন সকালে গেলেও, তিনটি উপজেলার প্রত্যন্ত এলাকা এবং যোগাযোগ ব্যবস্থা খারাপ ৭৪টি কেন্দ্রে আজকেই ব্যালট পেপার পৌছে দেওয়া হবে।

নির্বাচন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসারসহ ভোট কর্মকর্তাদের পাশাপাশি প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এর সাথে পুলিশ, র‌্যাব, বিজিবির ভ্রাম্যমান টিম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গন দায়িত্ব পালন করবেন।

খুলনার অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন,সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোট গ্রহন কর্মকর্তাদের পাশাপাশি প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া পুলিশ, র‌্যাব, বিজিবির ভ্রাম্যমান টিম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গন দায়িত্ব পালন করবেন।সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানান এই কর্মকর্তা।

খুলনা গেজেট/এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!