রাজশাহীর গোদাগাড়ি উপজেলার জমি নিয়ে বিরোধের জেরে তিন জনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও সাতজন আহত হন। সোমবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে কাকনহাট এলাকার পাকড়ী ইউনিয়নের ইয়াসপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- একই পরিবারের দুই ভাই নাইমুল ও মেহের আলী এবং সোহেল রানা ছোটন।
পুলিশ জানায়, গ্রামটির ১৪ বিঘা জমি নিয়ে আশিকুর রহমান চাঁন গ্রুপ এবং সেলিম রেজা গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সেই জমিতে চাষ দিয়ে ধান লাগাবার সময় পূর্ব পরিকল্পিতভাবে চাঁন গ্রুপের লোকজন তাদের ওপর হামলা করে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। রাজশাহী মেডিকেলে মারা যান আরও এক জন। এ ঘটনায় হাসপাতালে আহত অবস্থায় ভর্তি রয়েছে আরও সাত জন। জেলা পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে। পরে গ্রামটিতে অভিযান চালিয়ে অন্তত আরও ১০ জনকে আটক করে।
সার্কেল এএসপি সোহেল রানা বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদ শেষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযান অব্যাহত আছে।
খুলনা গেজেট/এসজেড