ঋতু পরিক্রমায় এখন হেমন্ত। এক সপ্তাহ পর শুরু হচ্ছে পৌষ মাস। কিন্তু শীত শুরুর আগেই ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় উত্তরের জনপদের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পৌষ মাসকেই শীতকালের আনুষ্ঠানিক সূচনা হিসেবে ধরা হলেও রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলাতেই শনিবার তাপমাত্রা সাড়ে ১২ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমেছে। এর মধ্যে রাজশাহী বিভাগের জেলা নওগাঁর বদলগাছী উপজেলায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা এদিন সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা। একই সঙ্গে এই মৌসুমেরও সর্বনিম্ন তাপমাত্রাও এটি। এর মধ্যেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কোনো অঞ্চলে তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ চলছে বলে ধরা হয়। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি, ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তীব্র এবং ৪ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নামলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসাবে গণ্য করা হয়। সে হিসাবে, নওগাঁর বদলগাছীতে এখন মৃদু শৈত্যপ্রবাহ বইছে। তবে নওগাঁ ছাড়া রাজশাহী বিভাগের অন্যান্য অঞ্চলের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের বেশিই রয়েছে। গতকাল রংপুর বিভাগের জেলা দিনাজপুরে দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ২০১৮ সালের ৮ জানুয়ারি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন এই তাপমাত্রা রেকর্ড হয়। এই মৌসুমেও এর আগে দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছিল তেঁতুলিয়ায়। গত ৩০ নভেম্বর সেখানে তাপমাত্রা নেমেছিল ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। তবে শনিবার সেই রেকর্ড ভেঙে দিয়েছে নওগাঁর বদলগাছী।
দেশের উত্তরাঞ্চলে শীত জেঁকে বসলেও রাজধানী ঢাকার চিত্র আলাদা। কেবল শীতের আমেজ আসতে শুরু করেছে রাজধানীতে। শেষ রাতের দিকে কিছুটা ঠাণ্ডা পড়ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, শনিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
খুলনা গেজেট/এইচ