রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর এ সংঘর্ষ শুরু হয়। এসময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে দেখা গেছে বিএনপি নেতাকর্মীদের। জবাবে টিয়ারশেল ছুড়তে দেখা যায় পুলিশকে। এ ঘটনায় বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীরা বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর কর্মসূচি ছিল।
নিজেকে পুলিশের গুলিতে আহত দাবি করে সাবেক ফুটবলার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম বলেন, আমাদের কোনো নেতাকর্মীকে জিয়ার কবরের আশপাশে অবস্থান করতে দিচ্ছিল না পুলিশ। আমরা অনুমতি নিয়েই এখানে এসেছি। পুলিশের গুলিতে আমি আহত হয়েছি।
এদিকে ঘটনার সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান উত্তেজিত নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করতে দেখা যায়। এসময় কয়েকজন পুলিশ কর্মকর্তার সঙ্গেও কথা বলেন তিনি।
আমান উল্লাহ আমান বলেন, বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে শহীদ জিয়ার কবর জিয়ারত করতে এলে পুলিশ বাধা দেয়। হঠাৎ রাবার বুলেট ছোড়ে এবং নেতাকর্মীদের ধাওয়া দেয়। এতে উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলামসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
তিনি আরও বলেন, আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কথা ছিল। কিন্তু পুলিশ বিনা উস্কানিতে আমাদের ওপর হামলা করেছে।
সংঘর্ষের সময় বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করলে জবাবে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করেছে বলে বিবিসিকে জানিয়েছেন শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানে আলম মুন্সী।
তিনি বলেন, “সবকিছু স্বাভাবিক ছিলো। বিএনপির একটি অংশ সেখানে আসার পর আরেকটি অংশ সেই কর্মসূচি ভণ্ডুল করতে পুলিশের ওপর অতর্কিতে হামলা চালায়। আমরা প্রথমে বুঝে উঠতে পারিনি। তারা শুরুতেই খামাখা বৃষ্টির মতো ইট নিক্ষেপ শুরু করে। আমাদের বহু পুলিশ সদস্য আহত হয়েছে। পরে টিয়ারশেল নিক্ষেপ করে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি”।
তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির ঘটনার পর ওই এলাকায় উপস্থিত হন এবং সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি ঘটনার জন্য পুলিশকে দায়ী করেন।
তিনি বলেন, “সম্পূর্ণ বিনা উস্কানিতে অগণতান্ত্রিক কায়দায় পুলিশ আমাদের কর্মসূচি ভণ্ডুল করতে এ হামলা করেছে। আমাদের অসংখ্য নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে এবং অনেকেই আহত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই”।
খুলনা গেজেট/এনএম