খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের দুই দিনের রিমান্ড মঞ্জুর
  সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
  দুর্নীতি ও আমলাতন্ত্র দেশে ব্যবসায় পরিবেশ নিশ্চিতের অন্যতম বাধা : সিপিডি
  সাবেক স্পিকার শিরীন শারমিন ও তার স্বামীর পাসপোর্টের আবেদন স্থগিত

রাজধানীতে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ

গেজেট ডেস্ক

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে নয়াপল্টনে প্রতিবাদ মিছিলে নামা বিএনপি নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে মিছিল থেকে নেতাকর্মীদের এদিক-ওদিক ছোটাছুটি করতে দেখা যায়। তখন আইনশৃঙ্খলা বাহিনীকে নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়তে দেখা যায়। নেতাকর্মীরাও পুলিশকে উদ্দেশ করে ইট পাটকেল ছুড়তে থাকেন।

এর আগে সকাল থেকেই দলটির নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফ্যাস্টুন নিয়ে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকেন। একপর্যায়ে নয়াপল্টন এলাকা, নাইটিঙ্গেল মোড় থেকে কাকরাইল পর্যন্ত সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়।

কর্মসূচিকে কেন্দ্র করে এদিন সকাল থেকে ওই এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েন করা হয়।

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত মিছিল করার কথা ছিল বিএনপির।

এর আগে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য রাখেন। বক্তব্য শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের দিকে অগ্রসর হচ্ছিলেন নেতা-কর্মীরা। মিছিলটি কাকরাইল মোড়ের কাছে আসতেই শুরু হয় সংঘর্ষ।

নেতাকর্মীরা বলছেন, পুলিশ সকাল থেকেই নেতাকর্মীদের মিছিল নিয়ে আসতে বাধা দিচ্ছিল। তারা মিছিল চলাকালীন লাঠিচার্জ শুরু করে।

উল্টো অভিযোগ পুলিশ সদস্যদের। তারা বলছেন, মিছিল থেকে পুলিশের উপর অতর্কিত হামলা করা হয়।

এ সময় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আমাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মিছিল করবই।’

ঘটনাস্থলে পুলিশ সদস্য কামরুল হাসান বলেন, ‘আমাদের পুলিশ সদস্যরা আহত হয়েছে। মিছিল থেকে হঠাৎ করেই তারা উত্তেজিত হয়ে পড়ে। আমরা তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি।’

কতজন গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত কয়জন গ্রেপ্তার করা হয়েছে তা বলা যাচ্ছেনা।’

মতিঝিল বিভাগের উপ-কমিশনার আব্দুল আহাদ বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। তখন পুলিশ তাদের প্রতিহত করে, ছত্রভঙ্গ করে দেয়। লাঠিচার্জ, রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ করে মিছিলটি ছত্রভঙ্গ করা হয়।’

মিছিলে অংশগ্রহকারীদের ইট পাটকেলের আঘাতে অন্তত ছয়জন পুলিশ আহত হয়েছেন। মিছিল ও আশপাশ থেকে ৩০ জনের বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানান ডিসি আহাদ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!