খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার চেষ্টা হচ্ছে : ড. ইউনূস
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮৯
  পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব : প্রধান উপদেষ্টা

রাজধানীতে ট্রাকচাপায় সংবাদকর্মী নিহত

গেজেট ডেস্ক

রাজধানীর কলেজগেট এলাকায় ট্রাকচাপায় এমদাদ হোসেন নামে এক সংবাদকর্মী নিহত হয়েছেন। তিনি দৈনিক সংবাদে সম্পাদনা-সহকারী (প্রুফ রিডার) হিসেবে কর্মরত ছিলেন। এমদাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে। তিনি ঢাকায় ডেমরায় থাকতেন।

গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে কলেজ গেট মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে মোটরসাইকেলে থাকা অবস্থায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন এমদাদ হোসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ সাংবাদিকদের বলেন, এমদাদ হোসেন তাঁর এক আত্মীয়কে হাসপাতালে দেখতে এসেছিলেন। সেখান থেকে ফেরার পথে মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে ট্রাকের ধাক্কায় আহত হন। ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়। ঘটনাস্থলের আশপাশে থাকা লোকজন এমদাদ হোসেনকে হাসপাতালে নিয়ে যান। মোটরসাইকেলটি আমরা উদ্ধার করেছি।

ওসি আরও বলেন, ট্রাকটি শনাক্ত করে চালককে গ্রেপ্তারে আমরা চেষ্টা করছি। নিহতের মরদেহ তাঁর ভাই নিয়ে গেছেন।

এর আগে ২৫ নভেম্বর রাজধানীর পান্থপথ এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় প্রাণ হারান প্রথম আলোর সাবেক কর্মী কবির খান।

এ ঘটনার এক দিন আগে গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গুলিস্তানে হল মার্কেটের কাছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ যায় নটর ডেম কলেজের নাঈম হাসান নামে এক শিক্ষার্থীর।

এ ঘটনার বিচারের দাবিতে রাজধানীতে টানা আন্দোলন করে যাচ্ছেন শিক্ষার্থীরা।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!