রাজধানীর যাত্রাবাড়ীতে জামায়াতের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এসময় বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মিছিলে পুলিশ গুলি বর্ষণ করেছে।
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে আজ সকালে বিক্ষোভ মিছিলটি রাজধানীর যাত্রাবাড়ী কাঁচাবাজার থেকে শুরু হয়। একপর্যায়ে পুলিশের বাধা, টিয়ারশেল নিক্ষেপে জামায়াত কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলে পুলিশের গুলিবর্ষণ, টিয়ারশেল নিক্ষেপ এবং নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জামায়াত।
খুলনা গেজেট/এনএম