খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ তুলল ২৫০, বাংলাদেশ পেল ৫ উইকেট
খুলনা মহানগর আ’লীগের বর্ধিত সভা

রমজানে ইবাদতের পাশাপাশি সাংগঠনিক কর্মসূচি পালন করতে হবে : খালেক

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, পবিত্র মাহে রমজানে ইবাদতের পাশাপাশি সাংগঠনিক কর্মসূচি পালন করতে হবে। এই মাসের পবিত্রতা রক্ষায় সকলকে সংযম হতে হবে।

তিনি বলেন, মহান স্বাধীনতা এসেছিল মা-বোনের ইজ্জত ও রক্তের বিনিময়ে। এই স্বাধীনতার মর্যাদাকে সমুন্নত রেখে বাংলাদেশকে অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তুলতে হবে। কোন অবস্থাতেই বঙ্গবন্ধুর হাতে গড়া সংবিধানকে কলুষিত করতে দেওয়া যাবে না। সংবিধানকে সমুন্নত রেখে সব কার্যক্রম পরিচালনা করতে হবে। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে সংগঠনকে পরিচালিত করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শের বাইরে কোন কাজ করা যাবে না। তাঁর আদর্শ নিয়ে সংগঠন করলে দেশ ও মানুষের সেবা করা যাবে। মানুষের সেবার মধ্যে দিয়েই ধর্মের প্রতিফলন ঘটবে। তিনি বঙ্গবন্ধুর আদর্শকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানান।

বুধবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভা পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

এসময়ে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, আওয়ামী লীগ নেতা এ্যাড. চিশতী সোহরাব হোসেন শিকদার, মল্লিক আবিদ হোসেন কবীর, শেখ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, আবুল কালাম আজাদ কামাল, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, এ্যাড. খন্দকার মজিবর রহমান, শেখ মো. আনোয়ার হোসেন, মো.মুন্সি মাহবুব আলম সোহাগ, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চাঁন ফারাজী, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, এ্যাড. অলোকা নন্দা দাস, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ ফারুক হাসান হিটলু, শেখ মো. জাহাঙ্গীর আলম, মো. জাহাঙ্গীর হোসেন খান, কামরুল ইসলাম বাবলু, বিরেন্দ্র নাথ ঘোষ, মো. মফিদুল ইসলাম টুটুল, মোজাম্মেল হক হাওলাদার, শেখ মোশারফ হোসেন, মাহবুবুল আলম বাবলু মোল্লা, এ্যাড. মো. সাইফুল ইসলাম, শেখ আবিদ হোসেন, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, কাউন্সিলর আনিছুর রহমান বিশ্বাষ, মনিরুজ্জামান খান খোকন, এস এম আকিল উদ্দিন, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, মো. মোতালেব হোসেন, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, রনজিত কুমার ঘোষ, অধ্যা. এ বি এম আদেল মুকুল, আব্দুল হাই পলাশ, মঈনুল ইসলাম খান নাসির, শেখ আবিদ উল্লাহ, ফেরদৌস হোসেন লাবু, জামিরুল হুদা জহর, এ্যাড. ফারুক হোসেন, শেখ জাহিদুল ইসলাম, জাহিদুল হক, নুর ইসলাম, হাফিজুর রহমান, সরদার আব্দুল হামিদ, ইকবাল হোসেন, জাকারিয়া রিপন, শেখ হাসান ইফতেখার চালু, ইউসুফ আলী খান, মো. জাকির হোসেন, মো. মোতালেব মিয়া, মীর মো. লিটন, সেলিম মুন্সি, ওহিদুল ইসলাম পলাশ, শেখ এশারুল হক, এ্যাড. শামীম মোশাররফ, মো. সিহাব উদ্দিন, নজরুল ইসলাম তালুকদার, সৈয়দ কিসমত আলী প্রমুখ।

সভায় গণহত্যা দিবস উপলক্ষে ২৪ মার্চ দিবাগত রাত ৯টায় ১ মিনিট ‘ব্লাক আউট’, রাত ১২ টা ১ মিনিটে গল্লামারী বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন। ২৬ মার্চ সকাল ৭ টায় গল্লামারী বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন। এই কর্মসূচিতে ২৪, ২৫, ২৬, ও ১৮নং ওয়ার্ড মিছিল সহকারে অংশগ্রহণ করবে। সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ১০টায় দলীয় কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালী, র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা আওয়ামী লীগ স্ব স্ব থানা এলাকায় অনুরূপ কর্মসূচি পালন করবে।

 

খুলনা গেজেট/কেএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!