রং মিশ্রিত আইসক্রিম বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে ফকিরহাট উপজেলার সিংগাতী বাজারে ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান পরচালনা করে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই ব্যবসায়ী হলেন, মুজাহিদুল ইসলাম। এ সময়ে তার বাড়ি থেকে বিপুল পরিমাণ রাসায়নিক ক্ষতিকর রং উদ্ধার করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন, বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। তিনি বলেন, মুজাহিদুল খুলনা থেকে আইসক্রিমগুলো এনে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রি করতেন। ক্ষতিরকর রং ও মেয়াদ না থাকায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তার কাছ থেকে ২ হাজার পিচ আইসক্রিম ধ্বংস করা হয়। আইসক্রিম ব্যবসয়ী পূণরায় এ ধরণের আইসক্রিম বিক্রি করবেনা বলে অঙ্গীকার করেছেন। ভোক্তা অধিকারে এ ধারণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরও জানান।
খুলনা গেজেট/ এসজেড