নোয়াখালীর সুবর্ণচরে চরক্লার্ক ইউনিয়নের চর উরিয়া গ্রামে যৌতুকের টাকার জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে স্বামী। সোমবার (১ মার্চ) সকালে নির্যাতনের শিকার ওই নারী চিকিৎসাধীন অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা যান। নিহত রুনা বেগম (২১) চরক্লার্ক ইউনিয়নের মো.জামাল উদ্দিনের মেয়ে।
রুনা বেগমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সোমবার বিকেল ৪টার দিকে স্বামীকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে। আটক স্বামী মো. রাসেল (২৫) চরক্লার্ক ইউনিয়নের উরিয়া গ্রামের জয়নাল আবদীনের ছেলে।
নিহতের চাচা সিরাজ বেপারী বলেন, ‘রাসেলের সঙ্গে দুই বছর আগে তার বিয়ে দেয়া হয়। তখন যৌতুক হিসেবে তাকে ১ লাখ ২০ হাজার টাকা দেয়া হয়। পরে বিভিন্ন সময় ব্যবসা করার অজুহাতে টাকার কথা বলে রাসেল তার স্ত্রীকে চাপ প্রয়োগ করে এবং শারীরিকভাবে নির্যাতন করত। এসব বিষয় নিয়ে সামাজিকভাবে একাধিকবার বৈঠক হয়।’
তিনি আরও বলেন, ‘২৭ ফেব্রুয়ারি যৌতুকের টাকার জন্য ফের সে তার স্ত্রীকে মারধর করে। এতে সে গুরুতর আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্ত স্বামী পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।’
খুলনা গেজেট/কেএম