খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত

যেসব পণ্যের দাম বাড়তে পারে

গেজেট ডেস্ক

২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটের আকার ধরা হয়েছে ছয় লাখ তিন হাজার কোটি টাকা। এবারের বাজেট বাস্তবায়নে কিছু পণ্যর ওপর শুল্ক বাড়ানো হয়েছে। এতে করে এ বাজেট বাস্তবায়ন হলে কিছু পণ্যর দাম বাড়তে পারে।

আমদানি করা বিলাসী পণ্যের ওপর শুল্ককর বাড়ানোর কারণে দাম বাড়ছে কিছু পণ্য ও বিলাসদ্রব্যের। এর মধ্যে বডি স্প্রে, প্রসাধনী পণ্য, জুস, প্যাকেটজাত খাদ্য, সিগারেট, অ্যালকোহল, স্যানেটারি টেবিলওয়্যার, কিচেনওয়্যার ও টাইলসের। মিষ্টিজাত কনফেকশনারি, গাড়ির সুরক্ষা কাঁচ, রাইস ব্র্যান অয়েলের দামও বাড়তে পারে।

এ ছাড়া দেশীয় পণ্য সুরক্ষায় শুল্ক আরোপে আমদানি করা স্মার্টফোনের দাম আরেক দফা বাড়ানো হয়েছে। এ ছাড়া দেশীয় কৃষিপণ্য সুরক্ষায় আমদানি করা ক্যাপসিকাম ও বেবিকর্নের ওপর শুল্ক আরোপের ফলে এসব পণ্যের দাম বাড়তে পারে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!