ইরানের প্রথম তেল ট্যাংকারটি লেবাননের উদ্দেশ্যে ভূমধ্যসাগরের পানিসীমায় প্রবেশ করেছে। এরই মধ্যে ইরান থেকে দ্বিতীয় জাহাজও লেবাননের পথে রওনা হয়েছে।
এদিকে, প্রথম তেল ট্যাংকার ভূমধ্যসাগরের পানিসীমায় প্রবেশের পর হিজবুল্লার যোদ্ধারা সর্বোচ্চ পর্যায়ের সতর্কাবস্থায় রয়েছেন। ইহুদিবাদী ইসরায়েল যাতে তেলবাহী ট্যাঙ্কার সম্পর্কে কোনো রকমের ভুল পদক্ষেপ গ্রহণ না করে সেজন্য তারা এই সতর্কতামূলক অবস্থান গ্রহণ করেছেন।
এর আগে, হিজবুল্লাহ মহাসচিব গত ১৯ আগস্ট জানিয়েছিলেন, লেবাননের তেল সংকট সমাধানের জন্য ইরান থেকে তেল আমদানির উদ্যোগ নেয়া হয়েছে এবং সমুদ্রে ওই জাহাজকে লেবাননের ভূখণ্ড হিসেবে বিবেচনা করা হবে।
উল্লেখ্য, নানামুখী ষড়যন্ত্র ও মার্কিন নিষেধাজ্ঞার সত্ত্বেও লেবাননের জনগণ যখন মারাত্মক রকমের জ্বালানি তেলের সংকটে ভুগছে তখন ইরান এই তেল ও তেলযুক্ত পণ্যবাহী জাহাজ পাঠালো। সূত্র : পার্সটুডে।
খুলনা গেজেট/কেএম