খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রীতি ম্যাচ : মালদ্বীপকে ২-১ গোলে হারাল বাংলাদেশ, সিরিজ শেষ হলো ১-১ সামতায়
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪
  আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার, বাক স্বাধীনতার : ড. ইউনূস
  জুলাই-আগস্টে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে সময় লাগবে : উপদেষ্টা আসিফ

যে কারণে উল্টো দিকে আড়াই কিলোমিটার চলল ট্রেন

আন্তর্জা‌তিক ডেস্ক

উল্টো দিকে আড়াই কিলোমিটার ছুটে আগের স্টেশনে নেওয়া হয়েছে একটি ট্রেনকে।

বুধবার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মা ও সদ্যোজাত শিশুকে বাঁচাতে এই সিন্ধান্ত নেওয়া হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের টাটা নগর থেকে ভুবনেশ্বরগামী আনন্দ বিহার-ভুবনেশ্বর এক্সপ্রেস ট্রেনটির পাঁচি নম্বর বগিতে ছিলেন রানু দাস নামে এক নারী। তিনি উড়িষ্যার জলেশ্বরে যাচ্ছিলেন। রানু ট্রেনেই ভেতরেই সন্তান প্রসব করেন বলে রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

পরে মা-শিশুকে হাসপাতালে নেওয়ার জন্য ট্রেনটি পেছনের দিকে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

পরবর্তী স্টেশন হিজিলের দূরত্ব অনেক বেশি হওয়ায় সদ্যোজাত শিশু ও মায়ের স্বাস্থ্যের কথা বিবেচনা করে ট্রেনটি পেছনের দিকে চালিয়ে পূর্ববর্তী স্টেশনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে টাটা নগর রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!