তিন ম্যাচে দুটো জয় আর একটা ড্র, তাতেই শেষ আট নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনার। আগামীকাল সকালে লিওনেল মেসিরা খেলবেন বলিভিয়ার বিপক্ষে। শেষ ম্যাচে বেঞ্চের খেলোয়াড়দেরকেও বাজিয়ে দেখবেন কোচ লিওনেল স্ক্যালোনি। তাই দলে আসবে বড় পরিবর্তন।
শেষ ম্যাচে আর্জেন্টিনা দলে ছয় পরিবর্তন। প্যারাগুয়ের বিপক্ষে ২২ জুন পাওয়া ১-০ গোলের জয়ে থাকা ছয় খেলোয়াড় থাকছেন বেঞ্চে। ছয়জনই আছেন হলুদ কার্ড নিয়ে। আর একটি দেখলেই কোয়ার্টার ফাইনালে হয়ে যাবেন নিষিদ্ধ। তাই কোচ স্ক্যালোনি সেই ছয়জনকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইলেন না।
সেই ছয়জন হলেন, এমিলিয়ানো মার্টিনেজ, লুকাস মার্টিনেজ, জিওভানি লো চেলসো, লিয়ান্দ্রো পারেদেস, হোয়াকিন কোরেয়া ও লাওতারো মার্টিনেজ। তাদের বদলে একাদশে রয়েছেন গোলরক্ষক ফ্র্যাঙ্কো আরমানি, লিসান্দ্রো মার্টিনেজ, গিদো রদ্রিগেজ, এক্সেকিয়েল পালাসিওস, হেরমান পেজ্জেলা ও আনহেল কোরেয়া।
বলিভিয়া ম্যাচের আগে বিষয়টি নিশ্চিত করেছেন কোচ স্ক্যালোনি। আগের ম্যাচের সেরা খেলোয়াড় আনহেল ডি মারিয়াকেও দলে রাখেননি কোচ স্ক্যালোনি, যেমন রাখেননি ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোকেও। আর্জেন্টাইন আক্রমণভাগে রয়েছেন মেসি, সার্জিও আগুয়েরো ও আলেসান্দ্রো পাপু গোমেজকে।
বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ :
৪-২-৩-১ ছকে
আরমানি;
মন্তিয়েল, পেজ্জেলা, লিসান্দ্রো, আকুনইয়া;
গিদো, পালাসিওস;
গোমেজ, মেসি, কোরেয়া;
আগুয়েরো।