খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: শেষ দিনে বাংলাদেশের দরকার ২২৫ রান, হাতে ৩ উইকেট

যুবকদের শান্তিময় সমাজ গড়ার আহবান কেসিসি মেয়রের

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, যুব সমাজকে শান্তিময় সমাজ গড়ার কাজে অনুপ্রাণিত করতে হবে। যুব সমাজকে রাষ্ট্রের চালিকা শক্তি হিসেবে উল্লেখ করে সিটি মেয়র বলেন, তাদেরকে সঠিক পথে পরিচালিত করতে পারলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সহজ হবে।

সিটি মেয়র আজ রবিবার বিকেলে খুলনা সার্কিট হাউজ মিলনায়তনে খুলনা পিস ক্লাবের ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। আন্তর্জাতিক শান্তি দিবস পালন উপলক্ষে ‘শান্তির পথে-একসাথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংস্থা রূপান্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। পরে সিটি মেয়র ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সিটি মেয়র আরো বলেন, এক শ্রেণির তরুণেরা পরিবারের শৃংখলা উপেক্ষা করে বিপদগামী হচ্ছে। দেশ ও জাতির স্বার্থে এইসব যুবকদের সঠিক পথে ফিরিয়ে আনা দরকার।

রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র প্যানেল মেয়র মোঃ আলী আকবর টিপু ও খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস, এম নজরুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন রূপান্তর-এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন। অনুষ্ঠানে মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের পিস ক্লাবের কর্মকর্তা, সদস্য ও রূপান্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

‘শান্তির পথে-একসাথে’ প্রচারাভিযানের অংশ হিসেবে এর আগে মহানগরীর ৩১ ওয়ার্ডের পিস ক্লাবের তরুণ যুবরা পারস্পারিক সম্প্রীতির বন্ধনে জনগণকে উদ্বুদ্ধ করতে একটি বর্ণাঢ্য সাইকেল র‌্যালী বের করে।

উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সংস্থা রূপান্তরের ‘উগ্রপন্থা প্রতিরোধে সক্রিয় জনসম্পৃক্তকরণ’ প্রকল্পের আওতায় সমাজের তরুণ যুব জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার মাধ্যমে শান্তিময় সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।

 

খুলনা গেজেট/ এম কে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!