বেইজিংয়ের সঙ্গে রাজনৈতিক উত্তেজনার জের ধরে টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের চীনা কনস্যুলেট শুক্রবারের মধ্যে বন্ধের আদেশ দিয়েছে মার্কিন প্রশাসন।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানান, আমেরিকার মেধাস্বত্ব রক্ষার জন্য এ আদেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন।
দেশটির পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র বলেন, এটি চরম আপত্তিজনক ও ন্যায়বিচারহীন। এনিয়ে পাল্টা ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। এর আগে প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা গেছে, কয়েকজন ব্যক্তি কনস্যুলেটের চত্বরে কিছু নথি পুড়িয়ে ফেলছে। এরপরই ট্রাম্প প্রশাসন এ আদেশ দেয়।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলেছে, চীন করোনাভাইরাস টিকা গবেষণায় হ্যাকিং করার চেষ্টা করেছে। দুজন চীনা নাগরিককে এই হ্যাকিংয়ে জড়িত থাকার জন্য অভিযুক্ত করা হয়েছে। সূত্র : ডিবিসি।