যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর দুইটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দেশটির কেন্টাকি অঙ্গরাজ্যে প্রশিক্ষণ চলাকালে বুধবার (২৯ মার্চ) রাতে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে কাতারভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরা।
মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র ননডিস থারম্যান এক বিবৃতিতে জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারে থাকা ক্রুদের অবস্থা জানা যায়নি। তাছাড়া হেলিকপ্টারে কতজন ছিলেন তাও এখন পর্যন্ত স্পষ্ট নয়।
এ দুর্ঘটনায় প্রাণহানির শঙ্কা রয়েছে জানিয়েছেন কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার। এক টুইট বার্তায় ঘটনাস্থলে পুলিশ ও জরুরি ব্যবস্থাপনা সার্ভিস কাজ করছে বলে জানান তিনি।
এইচএইচ-৬০ মডেলের ব্ল্যাক হক হেলিকপ্টার দুইটি ছিল ১০১তম এয়ারবর্ন ডিভিশনের অংশ।
অ্যান্ডি বেসিয়ার জানিয়েছেন, কি কারণে দুর্ঘটনা ঘটেছে সেটি তদন্তাধীন। কমান্ডটি বর্তমানে সার্ভিস সদস্য এবং তাদের পরিবারের ওপর নজর দিচ্ছে।
খুলনা গেজেট/ এসজেড