রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে যাত্রাবাড়ী থানা পুলিশ বাসার দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন রবিউল ইসলাম ও তার স্ত্রী বেবী আক্তার
পুলিশের প্রাথমিক ধারণা, স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। প্রকৃত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাসার দরজা ভেঙে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়। স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।