যশোরের শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ১৫ বিদ্রোহী প্রার্থীকে আওয়ামী লীগ থেকে চিরতরে বহিস্কার করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বহিস্কৃত নেতারা হলেন, উপজেলার ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ওবায়দুর রহমান, সহসভাপতি হোসেন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, লক্ষণপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শামছুর রহমান, বাহারপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, পুটখালী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন, গোগা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তবিবর রহমান, কায়বা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, বাগআঁচড়া ইউনিয়নের সাবেক আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক, উলাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আয়নাল হক, শার্শা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, নিজামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল আলম বাটুল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান ও সাবেক আওয়ামী লীগ নেতা সেলিম রেজা বিপুল।
খুলনা গেজেট/এএ