যশোর সদর উপজেলার চুড়ামনকাটির ঝাউদিয়া গ্রামে ডাকাতি হয়েছে। অস্ত্রধারী ডাকাতরা বাড়ির সবাইকে বেঁধে ২০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সাজিয়ালী ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগে জানা যায়, ঝাউদিয়া গ্রামের আলমগীর হোসেন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মচারী। বুধবার দিবাগত রাত ১২টার দিকে তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে বাড়ির গ্রিল ভেঙে একদল ডাকাত ভেতরে প্রবেশ করে। এরপর তারা বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত, পা ও মুখ বেধে ফেলে। তারা আলমারি, ওয়ারড্রব, ড্রেসিং টেবিল ভেঙে ২০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দু’লাখ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়। যার সর্বমোট মূল্য প্রায় ২৫ লাখ টাকা। পরবর্তীতে তাদের চিৎকারে আশেপাশের লোকজন গিয়ে উদ্ধার করে। খবর পেয়ে স্থানীয় সাজিয়ালী ফাঁড়ি পুলিশের সদস্যরা ওই বাড়িতে গিয়ে খোঁজ খবর নেয় ও অপরাধী আটকের অভিযান শুরু করে।
এ বিষয়ে চুড়ামনকাটি ইউনিয়নের চেয়ারম্যান দাউদ হোসেন বলেন, ডাকাতরা গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সবাইকে জিম্মি করে সব কিছু নিয়ে গেছে। তিনি খবর পেয়ে পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করেন।
সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সেলিম হোসেন বলেন, খবর পেয়েই আমি ঘটনাস্থলে যাই। ইতিমধ্যে পুলিশি তদন্ত ও অভিযান শুরু হয়েছে। মালামাল উদ্ধার ও অভিযুক্তদের চিহিৃত করার চেষ্টা চলছে। ডাকাতির খবর পেয়ে যশোর পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছিল।
খুলনা গেজেট/এমএম