খুলনা, বাংলাদেশ | ২০ পৌষ, ১৪৩১ | ৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
  ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে জনসংযোগ কর্মসূচির ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির
  ২০২৪ সা‌লে দে‌শে দুর্ঘটনায় ৯ হাজার ২৩৭ জন নিহত, আহত ১৩ হাজার ১৯০ জন : যাত্রী কল্যাণ সমিতি
মুল্লুক সভাপতি, সেতু সম্পাদক

যশোরে ১৩ বছর পর নগর বিএনপির সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে ১৩ বছর পর নগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বর্তমান অনির্বাচিত সরকার জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে আছে। জাতিকে রাহুমুক্ত করতে ইস্পাত কঠিন গণআন্দোলন গড়ে তুলতে হবে। রাজপথে নামা ছাড়া এই সরকার বিদায় হবে না। নগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহŸায়ক দেলোয়ার হোসেন খোকন। উদ্বোধন করেন জেলা বিএনপির আহŸায়ক অধ্যাপক নার্গিস বেগম।
নগর বিএনপির আহŸায়ক মারুফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক, আব্দুস সালাম আজাদ, সাবেরা নাজমুল মুন্নি, সদর উপজেলা সভাপতি নূর উন নবী, এহসানুল হক সেতু, কাজী আজম প্রমুখ। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুনির আহম্মদ সিদ্দিকী বাচ্চু।

সম্মেলনে শীর্ষ পাঁচ নেতার নাম ঘোষণা করা হয়। কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় নগর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম মুল্লুক চাঁন, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু। এছাড়া, জহুরুল হক যুগ্ম সাধারণ সম্পাদক এবং মনিরুজ্জামান মাসুম ও ফারুক হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ সাবেরুল হক সাবু এ নাম ঘোষণা করেন।

উল্লেখ্য, ২০০৯ সালে সর্বশেষ যশোর নগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এতে সভাপতি নির্বাচিত হয়েছিলেন যশোরের সাবেক পৌর মেয়র মারুফ হোসেন ও সাধারণ সম্পাদক হয়েছিলেন মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!