যশোরে হরতালের সমর্থনে পিকেটিং ও মিছিল করেছে বিএনপি। একই সাথে আওয়ামী লীগ করেছে শান্তি মিছিল। রোববার সকাল ৮টার দিকে শহরের দড়াটানা হাসপাতাল মোড়ে এ পিকেটিংয়ে নেতৃত্ব দেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এরপর তার নেতৃত্বে মিছিল হয়।
এদিকে, ঢাকা থেকে ছেড়ে দুটি বাস রোববার সকালে যাত্রীসহ আটক করেছে পুলিশ। দুটি বাসের শতাধিক যাত্রী বর্তমানে কোতোয়ালি থানায় আটক রয়েছেন। তারা নাশকতামূলক কর্মকান্ডে জড়িত কিনা তা যাচাই বাছাইয়ের পর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
বিএনপি নেতারা জানিয়েছেন, সকালে পিকেটিং চলাকালে পুলিশ ছিল মারমুখি। ওইসময় নেতাকর্মীদের মারপিট করা হয় বলে দাবি করেছেন বিএনপি নেতৃবৃন্দ। সময় বাড়ার সাথে সাথে শহরে রিকশা ও ইজিবাইক চলাচল বৃদ্ধি পায়। দোকানপাট বন্ধ ছিল। তবে দূরপাল্লার যানবাহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম ছিল। অবশ্য শহরের চিত্র ছিল স্বাভাবিক। রিকশা ও ইজিবাইক চলাচল ছিল স্বাভাবিক।
এছাড়া, শহরের চৌরাস্তাসহ বিভিন্ন মোড়ে মোড়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতি ছিল। তারা হরতালের বিপক্ষে খন্ড খন্ড মিছিল করেছে। স্বেচ্ছাসেবক লীগ শহরের মোটরসাইকেলেযোগে শান্তি মিছিল করেছে।
খুলনা গেজেট/এনএম