যশোরের হিজড়াদের একটি পক্ষ হত্যা চেষ্টার অভিযোগ এনে আসামিদের আটক ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।
রোববার(২২ মে) দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হিজড়া স্বর্ণা বলেন, যশোর সদর উপজেলার চুড়ামনকাটি গ্রামের মৃত গফুর শিকদারের ছেলে নজরুল ওরফে হিরা হিজড়া সেজে দীর্ঘদিন প্রতারণা করছিলেন। তিনি পুরুষ হয়েও গ্রামে গ্রামে নবজাতক শিশুদের নাচিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছেন। নজরুলের এসব অপকর্মের বিরোধিতা করায় তিনি বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেন। এরপর তিনি তাদের বেনাপোলের ভবেরবেড় গ্রামের নিলু হিজড়ার বাড়িতে একটি অনুষ্ঠান আছে বলে দাওয়াত দেন।
গত ১৮ এপ্রিল স্বর্ণা হিজড়াসহ ভাবনা, চাঁদনী, মধু, সানজিদা, পূজা, মেঘা, সোহেলী, অঞ্জু, চুমকি, টিকলী, কাকলী, কোহেলী, শাবানা ও নদী হিজড়া সরলমনে দাওয়াত খেতে বেনাপোলে যান। ওইদিন সকাল সাড়ে ১০টায় নিলু হিজড়ার বাড়িতে পৌঁছানো মাত্রই পূর্ব পরিকল্পিতভাবে নজরুলের নেতৃত্বে বাঘারপাড়া উপজেলার মহিরণ গ্রামের সুমি ওরফে কালু, বেনাপোলের নামাজ গ্রামের শিল্পী ওরফে জামালসহ কতিপয় ভাড়াটিয়া সন্ত্রাসী দেশি অস্ত্র নিয়ে মারপিট করেন।
পরে ৯৯৯ এ ফোন দিলে বেনাপোল পোর্ট থানার ওসি তাদের উদ্ধার করেন। এ সময় গুরুতর আহত কোহেলীর কাছ থেকে ৫০ হাজার টাকার একটি স্বর্ণের চেইন ছিনতাই করেন। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বর্তমানে নজরুল যশোরের হিজড়াদের নানাভাবে হত্যার হুমকি দিয়ে আসছেন। হত্যা চেষ্টাকারীদের আটক এবং বিচার দাবিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী হিজড়ারা।
সংবাদ সম্মেলনে কোহেলী হিজড়া, অঞ্জু হিজড়া, চাঁদনী হিজড়াসহ ২০ জন উপস্থিত ছিলেন।