যশোরে টাকা, মোটরসাইকেল ও পাঁচভরি সোনার গহণা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন হতভাগ্য স্বামী। সদর উপজেলার মিরা লাউখালী গ্রামের ফজলুল হকের ছেলে মাহমুদুর রহমান শাহীন এ মামলাটি করেছেন। আসামিরা হলেন, স্ত্রী শহরের বারান্দিপাড়া কবরস্থান এলাকার শফিয়ার রহমানের মেয়ে মৌসুমি খাতুন, তার মা আয়শা বেগম ও ভাই রিমন হোসেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগ আমলে নিয়ে সিআইডি যশোর জোনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় বাদী উল্লেখ করেন, সংসারে গোলোযোগ হওয়ায় গত ১৫ জানুয়ারি তার স্ত্রী তার মা ও ভাইকে বাড়িতে আসতে বলেন। এক পর্যায়ে তিনি বাড়িতে না থাকার সুযোগে তারা বাদীর নগদ ৮৭ হাজার টাকা, তার ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি মোবাইল, বিভিন্ন ব্যাংকের চেকের পাতা ও তার মায়ের পাঁচভরি সোনার গহণা নিয়ে চম্পট দেন। পরে তিনি স্ত্রীকে কল করে এ বিষয়ে জানতে চাইলে মৌসুমি জানান, তিনি ওইসব মালামাল ফেরত দেবেন না। পারলে আদায় করে নেয়ার হুমকি দেন। এ কারণে বাধ্য হয়ে তিনি আদালতে এ মামলা করেন।
খুৃলনা গেজেট/কেডি