খুলনা, বাংলাদেশ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ৭৫ শতাংশ ভূখণ্ডের নিয়ন্ত্রণ হারিয়েও নির্বাচন আয়োজনের পথে মিয়ানমারের জান্তা
  সব মামলা থেকে দণ্ড ও সাজা মুক্ত হলেন তারেক রহমান
  চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই আহত-স্টাফ সংঘর্ষ, সেবা বন্ধ
  ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল বিভাগে ফের শুনানি ১ জুন
  চার জেলা দিয়ে ১৩৮ জনকে পুশইন করেছে বিএসএফ

যশোরে স্ত্রী হত্যার অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ঝিকরগাছা উপজেলার শ্রীচন্দ্রপুর গ্রামে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলাটি করেছেন নিহতের বোন নড়াইল সদর উপজেলা এলাকার এরশাদ আলীর মেয়ে হাসি খাতুন। আসামিরা হলেন, নিহতের স্বামী ঝিকরগাছার শ্রীচন্দ্রপুর গ্রামের শফি দফাদারের ছেলে শাহাবুদ্দিন, তার বড় ভাই জালাল ও ভাবি সাথী বেগম। অভিযোগ আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক নিলুফার শিরিন সিআইডি যশোরকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় বাদী বলেছেন, তার বোন নিশি আক্তারের সাথে ২০১৭ সালের ৩১ জুলাই শাহাবুদ্দিনের বিয়ে হয়। বিয়ের মজলিসেই শাহাবুদ্দিন তিন লাখ টাকা যৌতুক দাবি করেন। নিশির পিতা সন্তানের সুখের বিষয় চিন্তা করে গহনা ও আসবাবপত্র দেন। বিয়ের পর তাদের সংসারে একটি পুত্র সন্তানের জন্ম হয়। তখন থেকে শাহাবুদ্দিন আবারো তিন লাখ টাকা যৌতুক দাবি করে নিশিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালাতে থাকেন।

গত ৪ সেপ্টেম্বর জানানো হয় নিশি মারা গেছেন। খবর পেয়ে বাদীসহ তার পরিবারের সদস্যরা শাহাবুদ্দিনের বাড়িতে গিয়ে নিশির নিথর দেহ পড়ে থাকতে দেখতে পান। তারা দেখেন তার কান দিয়ে রক্ত ঝরছে। তখন বাদীর পরিবারকে জানানো হয় নিশি আত্মহত্যা করেছেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। বাদীর দাবি নিশি আত্মহত্যা করেনি। আসামিরা তাকে যৌতুকের দাবিতে মারপিট করে হত্যার পর আত্মহত্যা বলে প্রচার চালিয়েছে।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!