ভাষা শহীদদের স্মরণে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে পাঁচ হাজার ২০০ মোমবাতি প্রজ্জালন করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাতটায় চাঁদের হাট যশোরের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোমবাতি প্রজ্জালন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। এসময় তিনি বলেন, সাংস্কৃতিক পীঠস্থান যশোর। এ জেলার সকল সাংস্কৃতিক সংগঠনের জন্য একটি সাংস্কৃতিক ভবন বা সাংস্কৃতিক পার্ক করতে চাই। আমাকে যদি জেলা প্রশাসন একটি জমি দেয়, তাহলে আমার মন্ত্রণালয় থেকে যত টাকা বরাদ্দ দেয়া লাগুক না কেন সাংস্কৃতিক পার্ক নির্মাণ করে দেবো।
চাঁদের হাট যশোরের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদারসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতারা।
আলোচনা সভাশেষে মোমবাতি প্রজ্জাালন কর্মসূচিতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এর আগে বিকেল পাঁচটা থেকে শহীদ বেদীতে ভাষা শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে চাঁদের হাট, উদীচী, পুনশ্চ যশোরের শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। করোনার কারণে বিধিনিষেধ থাকায় এ অনুষ্ঠানে সাংস্কৃতিক সংগঠনের নির্ধারিত কর্মীরা উপস্থিত ছিলেন।