যশোরে-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এমপির অনুষ্ঠানে যাবার সময় লেবুতলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলিমুজ্জামান মিলনের কর্মী-সমর্থকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত তিনজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, সদর উপজেলার লেবুতলা ফুলবাড়িয়া গ্রামের মোস্তফার ছেলে সুমন হোসেন (১৭), জমির হোসেনের ছেলে জিহাদ (১৮) ও মজনু মোল্লার ছেলে আব্দুল আলিম (২৬)।
আহতরা অভিযোগ করেন, লেবুতলা ইউনিয়নের চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন এদিন সদর আসনের এমপি কাজী নাবিল আহমেদের অনুষ্ঠানে তার লোকজনকে নিয়ে যাবার জন্য দুটি মাইক্রোবাস ভাড়া করেন। এরপর তারা দুটি মাইক্রোবাসযোগে ৩০ জন শহরের চিত্রা মোড়ে দলীয় কার্যালয়ের উদ্দেশ্য রওনা দেন। পথিমধ্যে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের পাশে রাস্তায় তাদের গাড়ির গতিরোধ করে ওই এলাকার সন্ত্রাসী উজিরের নেতৃত্বে ২০/২৫ জন। এসময় তাদের গাড়ি থেকে টেনে নামিয়ে বেধড়ক মারধর করে পালিয়ে যায়। পিটুনিতে তিনজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
খুলনা গেজেট/ এস আই