যশোর কতোয়ালী থানা এলাকায় ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করে ৫ জনকে ২ লাখ ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন র্যাব-৬।
র্যাব সূত্রে জানা যায়, আজ সোমবার (১৮ অক্টোবর) বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত র্যাব-৬ (যশোর ক্যাম্প)এর একটি আভিযানিক দল ও র্যাব ফোর্সেস সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর সহযোগীতায় যশোর মডেল থানাধীন এলাকায় ভেজাল খাদ্যদ্রব্য ও নকল পন্য তৈরির বিরুদ্ধে ভোক্তা অধিকার আইন এবং ওজন পরিমাপ মানদন্ড আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় রেলওয়ে স্টেশন রোডের মোঃ আলমাস মিয়াকে ৫০ হাজার টাকা, রেলগেইট এলাকার শেখ আফজাল হোসেনকে ২০ হাজার টাকা, নতুন উপশহর এলাকার মোঃ আব্দুল বারীকে ৮০ হাজার টাকা, বেজ পাড়ার মোঃ বাবুকে ৩০ হাজার টাকা ও পূর্ব বারান্দিপাড়ার বিশ্বনাথ মাদবকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।
মোবাইল কোর্ট মামলা নং- ২৫৯/২০২১, ২৬০/২০২১, ২৬১/২০২১, ২৬২/২০২১, ২৬৩, ২০২১ তারিখ ১৮/১০/২০২১ ইং।
খুলনা গেজেট/ টি আই