খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার

যশোরে রেক্টিফাইড স্পিরিট ও বিদেশি মদসহ হরিজন আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বসুন্দিয়ার হরিজনপাড়া থেকে রেক্টিফাইড স্পিরিট ও বিদেশি মদসহ রাজেন্দ্র কুমার বাঁশফোড় নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ণ্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা। শনিবার রাত নয়টার দিয়ে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের হরিজনপাড়া গ্রামের নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তার ঘর তল্লাশি করে ৫০ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়। ঘরের খাটের নিচে থাকা একটি বস্তা থেকে ওই পাঁচ কেজি স্পিরিট বের করা হয়। ওই বস্তায় ছিলো আরও এক বোতল বিদেশি মদ। পরে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর সার্কেলের উপপরিদর্শক এসএম শাহীন পারভেজ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। আটক রাজেন্দ্র কুমার বাঁশফোড় বসুন্দিয়া হরিজনপাড়ার সূর্য কুমার বাঁশফোড় এর ছেলে।

এ বিষয়ে যশোরের উপপরিচালক আসলাম হোসেন জানান, রেক্টিফাইড স্পিরিট এক প্রকার ওষুধ যা হোমিও চিকিৎসায় ব্যবহৃত হয়। কিন্তু রাজেন্দ্র কুমার বাঁশফোড় ওই এলাকার মানুষের মাঝে নেশা জাতীয় দ্রব্য হিসেবে বিক্রি করছেন। তাৎক্ষনিক একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পায়। তিনি আরও জানান, রাজেন্দ্র কুমার বাঁশফোড় এলাকার চিহ্নিত মাদক কারবারী। তিনি নিজেও পান করেন ও বিক্রিও করেন।

আদালত সূত্র জানায়, রাজেন্দ্র কুমার বাঁশফোড়কে আটকের খবরে স্থানীয় হরিজনরা একত্রিত হয়ে আদালতে হাজির হয়। আদালতের সামনে রাজেন্দ্রকে ছাড়ার জন্য আকুতি জানাতে থাকেন। শারদীয় দূর্গাউৎসবকে সামনে রেখে ৩০-৪০ জন সদস্য তারা যশোরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এসে আর্তনাত করতে থাকেন। তার জামিন প্রার্থনা করতে থাকেন।

রাজেন্দ্র কুমার বাঁশফোড় পক্ষের আইনজীবী জানান, শারদীয় দূর্গাউৎসবের বিষয়টি বিবেচনা করে আদালত রাজেন্দ্র কুমার বাঁশফোড়কে একদিনের জন্য অন্তবর্তীকালিন জামিন দিয়েছেন। মঙ্গলবার রাজেন্দ্র কুমার বাঁশফোড়কে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!