যশোরে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত আসামি আরিকুল ইসলাম শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ তাজুল ইসলাম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি আসাদুজ্জামান।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১৫ মার্চ শার্শা থানা পুলিশের কাছে খবর আসে নাভারণ মাছ বাজার এলাকায় এক ব্যক্তি হেরোইন নিয়ে অবস্থান করছে। এরই ভিত্তিতে পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। সেখানে আরিকুলকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ। এসময় সে পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ তাকে ধাওয়া করে আটক ও তার কাছ থেকে ২শ’ গ্রাম হোরোইন উদ্ধার করে। এ ঘটনায় এসআই মোশারফ হোসেন বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে এসআই শফিকুল ইসলাম ২০১৭ সালের ২৭ এপ্রিল আদালতে চার্জশিট জমা দেন।
সর্বশেষ মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করেন আদালত। অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আরিকুলের উপস্থিতিতে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন।
খুলনা গেজেট/এসজেড