যশোরে মাদক মামলায় নুরউদ্দিন ওরফে নুরার যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি নুর উদ্দিন বেনাপোলের মহিষাডাঙ্গা গ্রামের গোলাম হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী পিপি শ্যামল কুমার মজুমদার।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর র্যাব-৬ যশোরের সদস্যরা রাত ৮টার দিকে খবর পায় বেনাপোলের মহিষাডাঙ্গা গ্রামের একটি হলুদের ক্ষেতে একদল কারবারি মাদক বেচাকেনা করছে। এরই ভিত্তিতে তাৎক্ষনিক একটি টিম ঘটনাস্থলে অভিযান চালিয়ে নুর উদ্দিনকে আটক করে। এসময় তার কাছ থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় ভরা ৬শ’৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা করেন ডিএডি জি এম নকিবুল আলম।
এ ঘটনায় ২০১৭ সালের ৩০ অক্টোবর এসআই মতিউর রহমান নুর উদ্দিনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। বুধবার রায় ঘোষণার দিনে আসামির উপস্থিতিতে বিচারক তাকে করাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
খুলনা গেজেট/ এএজে