‘ভ্যাট দিব জনে জনে, অংশ নিব উন্নয়নে’ এ স্লোগানকে সামনে রেখে যশোরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উদ্যোগে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন কাস্টমস হাউস বেনাপোলের কমিশনার কামরুজ্জামান, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মিজানুর রহমান খান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
স্বাগত বক্তব্য রাখেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের অতিরিক্ত কমিশনার রাকিবুল হাসান। বক্তব্য রাখেন আফিল গ্রুপের সহকারি ম্যানেজার জাকির হোসেন, কুষ্টিয়ার দিশা ট্রেনিং সেন্টার ও রিসোর্ট এনজিওর নির্বাহী পরিচালক রবিউল ইসলাম প্রমুখ।
সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের কমিশনার শেখ আবু ফয়সল মো. মুরাদ। মূল প্রবন্ধন উপস্থাপন করেন কাস্টমসের যুগ্ম কমিশনার মোহাম্মদ দেলোয়ার হোসেন। সেমিনারের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল।
খুলনা গেজেট/এনএম