যশোরে বিশেষ বাহিনীর কর্মকর্তা পরিচয়ে চাকরি দেয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে তিনজনকে অভিযুক্ত করে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এ মামলাটি করেছেন সদর উপজেলার রাজাপুর গ্রামের সাখাওয়াত আলী লস্করের ছেলে রবিউল ইসলাম মধু।
মামলার প্রেক্ষিতে থানা পুলিশ রোববার রাতে সদর উপজেলার গহেরপুর গ্রামে অভিযান চালিয়ে মৃত বক্কার মোল্লার ছেলে প্রতারক চক্রের সদস্য কামাল হোসেনকে আটক করে। এসময় বিশেষ বাহিনীতে নিয়োগপত্রের জাল সনদ, আইডি কার্ড ও স্ট্যাম্প উদ্ধার করা হয়। তবে মামলার অপর দুই আসামি বিপুল ও মিন্টু রয়েছে ধরা ছোঁয়ার বাইরে।
মামলায় উল্লেখ করা হয়, রবিউল ইসলামের ছেলে মধুকে বিশেষ বাহিনীর মালি পদে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ২০২০ সালের ৩ জুলাই ছয় লাখ টাকা নেয় কামাল হোসেন। ৯ জুলাই মধুকে ঢাকা ক্যান্টেনমেন্টে নিয়ে যায় ও আরেক আসামি বিপুলকে দেখিয়ে জানায় সেই তাকে চাকরি দেবে। পরে আরেক আসামি মিন্টুর সাথে মোবাইল ফোনে কথা বলে মধুকে বিভিন্ন ধরনের মিথ্যা প্রলোভন দেখায়। এক পর্যায়ে ভুয়া নিয়োগপত্র ও আইডি কার্ড দিয়ে তাকে যশোর পাঠিয়ে দেয়। পরে রবিউল জানতে পারেন নিয়োগপত্রটি ভুয়া। এরপর টাকা ফেরত চাইলে মধুকে ঘোরাতে থাকে কামাল। এ কারণে বাধ্য হয়েই তিন থানায় মামলাটি করেন।
খুলনা গেজেট/ টি আই