যশোরে ফের বাড়লো করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জিনোম সেন্টার ঘোষিত বৃহস্পতিবারের ফলাফলে দেখা যায়, যশোর জেলার ২৮ জনের নমুনায় করোনাভাইরাস রয়েছে।
এর আগের দিন বুধবার যশোরে মাত্র চারটি নমুনা পজিটিভ হয়েছিল। যদিও সেদিন যশোরের নমুনা পরীক্ষা করা হয়েছিল মাত্র ১৭ টি। আর গেল রাতে পরীক্ষা করা হয় ১৭৯ টি নমুনা। বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ডা. তানভীর ইসলাম জানান, বুধবার রাতে তাদের ল্যাবে তিন জেলার মোট ২০১ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষিত নমুনাগুলোর মধ্যে ৩১ টি পজিটিভ ও ১৭ ০টি নেগেটিভ ফলাফল হয়।
এদিন, যশোর জেলার ১৭৯ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৮ টি পজিটিভ হয়েছে। এছাড়া মাগুরার ১৫ টি নমুনা পরীক্ষা করে একটি এবং নড়াইলের সাতটি নমুনা পরীক্ষা করে দুটি পজিটিভ ফলাফল পাওয়া যায়। পরীক্ষা সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট তিন জেলার সিভিল সার্জনদের অফিসে পাঠিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
খুলনা গেজেট/এমআর