খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল
  সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত : প্রেস উইং
  কুড়িগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, যুবদল নেতা নিহত

যশোরে প্রবাসীকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চুড়ামনকাটি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মেহের আলী নামে এক প্রবাসী খুন হয়েছেন। বাড়ির গেটের সামনেই তাকে গুলি করা হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ১১ টায় সদর উপজেলার চুড়ামনকাটির বাদিয়াটোলা গ্রামে। নিহত মেহের আলী কুয়েত প্রবাসী। তিনি গত ২৪ জুলাই দেশে ফিরেছেন।

নিহত মেহের আলীর শ্যালক আলী হোসেন বলেন, ওই রাতে মেহের আলী বাড়ির গেট আটকাতে গিয়েছিলেন। এসময় ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার মাথায় বিদ্ধ হয়। এসময় মাথা দিয়ে প্রচন্ড রক্তক্ষরণ হয়। দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আওয়ামী লীগ সরকারের আমলে এলাকার চিহ্নিত কয়েক যুবক তার কাছে চাঁদা দাবি করে। তারা সকলেই আওয়ামী লীগ সমর্থিত। এরমধ্যে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সরকার পতনের পর মেহের আলী এলাকায় আনন্দ উল্লাস করেছিলেন। তবে মেহের আলী কোনো রাজনীতির সাথে জড়িত ছিলেন না বলে দাবি করেন আলী হোসেন। তিনি জানান, হত্যার ঘটনাটি কোতোয়ালি থানায় জানানো হয়েছে ও দু’জনকে সেনাবাহিনী জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ডিউটি অফিসার এসআই আকতার হোসেন জানান, তিনি হত্যাকান্ডের বিষয়টি শুনেছেন। তবে এ বিষয়ে লিখিতভাবে কেউ জানায়নি। আটকের বিষয়ে তিনি বলেন, সেনাবাহিনী সন্দেহজনকভাবে ঘোরাঘুরির জন্য দু’জনকে থানায় দিয়ে গেছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!