যশোরে রোববার সকালে করোনা প্রতিরোধী ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন হয়েছে। যশোর জেনারেল হাসপাতালে সকাল সাড়ে ১০টায় সদর আসনের এমপি কাজী নাবিল আহমেদ প্রথম ভ্যাকসিন গ্রহণ করেন।
এছাড়াও ভ্যাকসিন নিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলীপ কুমার রায়, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর বিএমএ’র সভাপতি ডাক্তার একেএম কামরুল ইসলাম বেনু, উপসেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম প্রমূখ।
এদিন সকালে জেলার আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একযোগে করোনা ভ্যাকসিন টিকাদান কার্যক্রম শুরু হয় জেলার মোট ৩৬টি টিম এ কার্যক্রমে কাজ করছে।