যশোরে নতুন করে আরও ৮০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন এসেছে। এ কারণে আপাতত সঙ্কট নিরসন হতে যাচ্ছে ভ্যাকসিনের। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন।
সিভিল সার্জন জানান, যশোরে টিকার ব্যাপক চাহিদার কথা বিবেচনা করে সরকার আরও ৮০ হাজার ডোজ টিকা বরাদ্দ করে। শুক্রবার ভোর ছয়টার দিকে ফ্রিজার ভ্যানযোগে চীনের তৈরি ‘সিনোফার্ম’ কোম্পানির ভ্যাকসিন সিভিল সার্জনের কার্যালয়ে এসে পৌঁছায়। পরে তা ইপিআই কোল্ডস্টোরে সংরক্ষণ করা হয়। গত দু’দিন যশোরে টিকা সঙ্কটের কারণে টিকাদান কার্যক্রম বন্ধ ছিল। তবে শনিবার থেকে আবারো পুরোদমে টিকাদান কার্যক্রম চলমান থাকবে বলে সিভিল সার্জন জানিয়েছেন।
টিকা গ্রহণের সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন, ডিএসবির ডিআইও-১ এম মশিউর রহমান, মেডিকেল অফিসার রেহেনেওয়াজ প্রমুখ।